News71.com
 International
 26 Oct 17, 10:57 AM
 194           
 0
 26 Oct 17, 10:57 AM

পাকিস্তানের কঠোর সমালোচনা করলেন আফগান প্রেসিডেন্ট।

পাকিস্তানের কঠোর সমালোচনা করলেন আফগান প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানের সঙ্গে শান্তি মীমাংসার জন্য আমেরিকা ও রাশিয়ার পক্ষ থেকে সমান্তরাল উদ্যোগের মাঝে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ভারত সফর করছেন। দিল্লিতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ভারতীয় নেতৃত্বের সঙ্গে দিনভর বৈঠকের পর সন্ধ্যায় শহরের একটি গবেষণা প্রতিষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আফগান প্রেসিডেন্ট বলেন, তার দেশে সহিংসতার চরিত্র আলাদা আর আন্তর্জাতিক বিশ্বকে সেটা বুঝেই এর মোকাবিলার পথ খুঁজতে হবে। খোলাখুলি না বললেও প্রেসিডেন্ট ঘানি গতকাল দিল্লীর বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে দেয়া ভাষণে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করেই বলেছেন, তার দেশে চলা সহিংসতায় রাজনৈতিকভাবে অর্থায়ন করা হচ্ছে, মদদ দেয়া হচ্ছে। 

ভারতীয় কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ঘানি স্পষ্ট করেই বলেছেন, পাকিস্তান একদিকে তার দেশে তালেবানকে মদদ দিয়ে যাবে আর অন্যদিকে তাদের সঙ্গে আলোচনাতেও বসতে বলবে, দুটো একসঙ্গে চলতে পারে না। উল্লেখ্য, পাকিস্তান নিয়ে আফগান সরকারের এই অবস্থানে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন