News71.com
 International
 25 Oct 17, 11:52 AM
 186           
 0
 25 Oct 17, 11:52 AM

ভারতীয় অর্থনীতি গত ৩ বছরে সবচেয়ে দ্রুত বাড়ছে: অরুণ জেটলি  

ভারতীয় অর্থনীতি গত ৩ বছরে সবচেয়ে দ্রুত বাড়ছে: অরুণ জেটলি   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অর্থনীতি গত তিন বছরে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে বলে জানালেন অরুণ জেটলি। ভারতীয় অর্থনীতি শক্ত জমির ওপর দাঁড়িয়ে রয়েছে এবং তার মৌলিক বুনিয়াদের ভিতও খুব দৃঢ় বলে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানান, সামনের বছরগুলিতেও উচ্চ বৃদ্ধির হার ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দেশের অর্থনীতির হাল-হকিকত নিয়ে কথা বলেন তিনি।জেটলির পাশাপাশি সেখানে কেন্দ্রীয় আর্থিক বিষয়সংক্রান্ত সচিব এস সি গর্গ বলেন, ২০১৪ সাল থেকে মুদ্রাস্ফীতি ধারাবাহিক ভাবে কমছে। চলতি অর্থ বছরে তা ৪ শতাংশ ছাড়াবে না। দেশের অর্থনীতির গোড়ার অবস্থার ব্যাখ্যা করে তিনি বলেন, এ বছর কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি ২ শতাংশের কম থাকবে, বিদেশি বিনিময় মুদ্রার ভান্ডারও ৪০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

পাশাপাশি বর্তমান অর্থবর্ষে ৭২৫০০ কোটি টাকার বিলগ্নিকরণের টার্গেট ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে সরকার আশাবাদী বলেও জানান গর্গ।পাশাপাশি কেন্দ্রীয় অর্থসচিব অশোক লাভাসা তথ্য দেন, বর্তমান অর্থবর্ষের জন্য বাজেটে মোট ২১.৪৬ লক্ষ কোটি টাকার যে সংস্থান রাখা হয়েছিল, তার মধ্যে এখনও পর্যন্ত সরকারের খরচ হয়েছে ১১.৪৭ লক্ষ কোটি টাকা। মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩.০৯ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ১.৪৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন