News71.com
 International
 24 Oct 17, 08:29 AM
 178           
 0
 24 Oct 17, 08:29 AM

গুজরাটে ‘মহাচোর’ বিজেপিকে হারাতে চোর কংগ্রেসকে সমর্থনে প্রস্তুত : হার্দিক পটেল  

গুজরাটে ‘মহাচোর’ বিজেপিকে হারাতে চোর কংগ্রেসকে সমর্থনে প্রস্তুত : হার্দিক পটেল   

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটের পতিদার আন্দোলনের জনপ্রিয় নেতা হার্দিক পটেলের সঙ্গে আমদাবাদের এক বিলাসবহুল হোটেলে যখন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁন্ধীর সাক্ষাতের খবর নিয়ে সংবাদমাধ্যমে চর্চা তুঙ্গে, তখনই হার্দিক জানালেন এমন কোনও সাক্ষাতের ঘটনাই এখনও ঘটেনি। এটা সঠিক আমদাবাদের হোটেলে যে সময় তিনি উপস্থিত ছিলেন, সেদিন সেই সময় হোটেলে কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁন্ধী ও ছিলেন। তবে তাঁদের মধ্যে কোনও বৈঠক হয়নি। কংগ্রেসের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে হার্দিক বলেন, মহাচোর বিজেপিকে হারাতে তিনি চোর কংগ্রেসকে সমর্থন করার জন্যে প্রস্তুত। তবে এখনই কোনও তাড়াহুড়ো নেই কংগ্রেসকে সমর্থন করার জন্যে, মন্তব্য হার্দিকের।


পতিদার সম্প্রদায়ের জনপ্রিয় নেতা হার্দিক জানিয়েছেন, রাহুলের সঙ্গে তাঁর দেখা করার কথা থাকলেও, তিনি সময়ের অভাবে দেখা করতে পারেননি। কারণ, তাঁর একাধিক রোড শোয়ে অংশ নেওয়া এবং সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। এদিকে গুজরাটের বিভিন্ন স্থানীয় চ্যানেলে দেখানো হচ্ছিল রবিবার রাতে আমদাবাদের উমেদ হোটেলে ঢোকেন হার্দিক। সিসিটিভি ফুটেজে দেখা যায় হার্দিক হোটেলের পিছনের দরজা দিয়ে একটি নম্বর প্লেটহীন নতুন ব্র্যান্ডেড গাড়ি চেপে বেরিয়ে যান। জানা গিয়েছে, সোমবার বিকেল চারটেয় হোটেল ছেড়ে যান হার্দিক। সোমবারই আবার ওই হোটেলে দুপুর একটার সময় আসেন কংগ্রেসের সহ সভাপতি সেই খানে আবার আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন