News71.com
 International
 24 Oct 17, 08:27 AM
 191           
 0
 24 Oct 17, 08:27 AM

আফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত।

আফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৩ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার সামরিক বাহিনী এ কথা জানায়।অঞ্চলভিত্তিক প্রদেশের শিরিন তাগাব এলাকায় সোমবার সন্ধ্যায় এ বিমান হামলা চালানো হয়। এতে ১৩ জঙ্গি নিহত হয়।সেখানে অভিযান চালিয়ে তালেবান জঙ্গিদের চারটি গোপন আস্তানা এবং বিভিন্ন হামলার কাজে ব্যবহার করা তিনটি মটর সাইকেল গুঁড়িয়ে দেয়া হয়। তবে এ সামরিক অভিযানে কোনো বেসামরিক লোক হতাহত হননি।এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন