News71.com
 International
 24 Oct 17, 12:10 PM
 197           
 0
 24 Oct 17, 12:10 PM

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের ইরান বিষয়ে দেয়া বক্তব্যকে চ্যালেঞ্জ জানালেন ইরাকি প্রধানমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের ইরান বিষয়ে দেয়া বক্তব্যকে চ্যালেঞ্জ জানালেন ইরাকি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সোমবার বাগদাদ সফররত মার্কিন শীর্ষ কূটনীতিক রেক্স টিলারসনের সঙ্গে বৈঠককালে ইরাকে ইরানের মিলিশিয়া থাকা প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। খবর এএফপি’র।রোববার রিয়াদে টিলারসন ইরাকে থাকা ইরানের মিলিশিয়াদের দেশে ফিরে যাওয়ার আহবান জানান। ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে চলায় তিনি এ আহবান জানান।মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের তাৎক্ষণিকভাবে বাগদাদের পক্ষ থেকে কড়া জবাব দেয়া হয়।এবাদির দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘হাশেদ আল-শাবির যোদ্ধারা ইরাকি নাগরিক। তারা তাদের দেশকে রক্ষায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে অনেক আত্মত্যাগের বিনিময়ে আইএসকে পরাজিত করে। ’ইসলামিক স্টেট গ্রুপ ইরাকের উত্তরাঞ্চলের বিশাল অঞ্চল দখল করে নেয়ার পর ২০১৪ সালে ৬০ হাজার সদস্যের সমন্বয়ে শক্তিশালী হাশেদ বাহিনী গঠন করা হয়। তারা নিয়মিত সরকারি বাহিনীর অংশ।উল্লেখ্য, বিগত তিন বছর জিহাদিদের বিরুদ্ধে ইরাকের সফল অভিযানে ইরান সমর্থিত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত একটি জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন