
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগও চেয়েছে দলটি। এই দাবিতে বিজেপি স্বাস্থ্যভবন ঘেরাও করেছে। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলা করতে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী। এই অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ করে বিজেপি। করুণাময়ী থেকে বিজেপির ৫শ’ কর্মী মিছিল করে স্বাস্থ্যভবনের সামনে যান। সেখানেই কয়েক দফা দাবিসহ বিক্ষোভ দেখান তারা।
বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির তিন সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী এবং সঞ্জয় সিংহ। পুলিশের ব্যরিকেড ভেঙে বিজেপি কর্মীরা স্বাস্থ্যভবনের সামনে এগিয়ে যান। স্বাস্থ্যভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এসময় মুখ্যমন্ত্রী মমতার কুশপুত্তলিকা পোড়ানো হয়। গেটের সামনেই মশারি টাঙিয়ে প্ল্যাকার্ড হাতে ভিতরে বসে পড়েন তারা।