News71.com
 International
 23 Oct 17, 12:02 PM
 199           
 0
 23 Oct 17, 12:02 PM

দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে তৈরি হলো বিশ্বের সব থেকে বড় সেতু।।

দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে তৈরি হলো বিশ্বের সব থেকে বড় সেতু।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরের ওপর তৈরি করা হয়েছে বিশ্বের সব থেকে বড় সেতু। যার দৈর্ঘ প্রায় ৩৪ মাইল। সাত বছর ধরে এই সেতু নির্মাণের কাজ চলছিল। অবশেষে এই সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সূত্রের খবরে জানা গেছে,চলতি বছরের শেষের মধ্যেই শেষ হয়ে যাবে এই সেতু নির্মাণের কাজ। এই সেতুটি চীনের তিনটি গুরুত্বপূর্ণ শহর হংকং,ম্যাকাও এবং জুহাইকে সংযোগ করেছে। এই সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১২ বিলিয়ন ইউরো। দক্ষিণ চীন সাগরের ওপর তৈরি করা এই সেতুটির প্রধান অংশটি তৈরির কাজ গত জুলাই মাসেই শেষ হয়ে গিয়েছিল। সেতু নির্মাণের পাশাপাশি চলছে সমুদ্রের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজও। যেটিও আগামী নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই বিশেষ টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫ মাইল নিচে অবস্থিত।

এ ব্যাপারে সেতু নির্মাণ সংস্থাটি জানিয়েছে,এই বিশেষ সেতুটি তৈরি করতে প্রায় ৪ লাখ ২০ হাজার টন স্টিল লেগেছে। যেটি ৬০টি আইফেল টাওয়ার তৈরির সমান। বিশ্বের সব থেকে বড় সেতু। এই সেতুটি তৈরি হওয়ার জন্য যাতায়াতে অনেক সুবিধা হবে। কারণ হংকং থেকে জুহাই যেতে এর আগে সময় লাগতো প্রায় তিন ঘণ্টা। কিন্তু এই সেতু দিয়ে যাতায়াত করলে সময় লাগবে মাত্র আধ ঘন্টা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন