News71.com
 International
 23 Oct 17, 11:17 AM
 217           
 0
 23 Oct 17, 11:17 AM

পাকিস্তানের করাচিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ জঙ্গি নিহত |  

পাকিস্তানের করাচিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ জঙ্গি নিহত |   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচিতে সফল অভিযান চালিয়ে ৮ জঙ্গিকে হত্যা করেছে। আধাসামরিক বাহিনীর রেঞ্জার এবং সন্ত্রাস বিরোধী বিভাগের পুলিশ সদস্যরা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বলদিয়া টাউন এলাকায় যৌথ অভিযান চালায়। সন্দেহভাজন সন্ত্রাসীরা সেখানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ তথ্যের ভিত্তিতে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ওই এলাকা ঘিরে রাখে এবং জঙ্গিদের আত্মসমর্থনের নির্দেশ দেয়। তবে জঙ্গিরা আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এতে আইন-শৃংঙ্খলা সংস্থার তিন সদস্য আহত হয়। আইন-শৃংঙ্খলা সংস্থার সদস্যরা পাল্টা গুলি চালালে ৫ জঙ্গি নিহত হয়। গুলি বিনিময়কালে অপর ৩ জঙ্গি আহত হয়। এদের নিকটস্থ হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তি আহত আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানানো হয়েছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় এখনো জানা যায়নি।তবে নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানান, অভিযান চলাকালে রাতের অন্ধকারের সুযোগে কয়েকজন জঙ্গি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন