
আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের ৪৮তম সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বাধীন লেবারেল ডেমোক্রেটিক পার্টি। পার্লামেন্টের ৪৬৫টি আসনের মধ্যে এলডিপি পেয়েছে ৩১১টি আসন।উত্তর কোরিয়া থেকে ক্রমবর্ধমান হুমকির মুখে জাপানে তৈরি হওয়া 'জাতীয় সংকট' সমাধানে গত মাসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ রবিবার নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছেন শিনজোর দল। যাকে বলা হচ্ছে সুপার মেজরিটি । এর ফলে আর কোনো সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীকে বিরোধীদের বাধার মুখে পড়তে হবে না।