News71.com
 International
 22 Oct 17, 06:52 AM
 184           
 0
 22 Oct 17, 06:52 AM

খুন হতে পারেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত : আশঙ্কায় আছে বেইজিং    

খুন হতে পারেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত : আশঙ্কায় আছে বেইজিং      

Chinese ambassador to Pakistan Yao Jing. PHOTO: FILE

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামাবাদে সদ্য নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে খুন করা হতে পারে, আশঙ্কায় ভুগছে বেইজিং। একটি জঙ্গি সংগঠনের সদস্যরাই ওই চীনা রাষ্ট্রদূতকে খুন করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রশাসনিক কর্মকর্তারা। অবিলম্বে ওই চীনা প্রতিনিধির নিরাপত্তা বলয় মজবুত করতে পাকিস্তান প্রশাসনকে নির্দেশ দিয়েছে চীন। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। চীনা রাষ্ট্রদূত একটি চিঠিতে, গত ১৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রণায়ের কাছে বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

চিঠির বক্তব্য, নিষিদ্ধ ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ETIM)-এর সদস্যরা হামলা চালিয়ে তাকে খুন করতে পারে। ইতিমধ্যেই ওই জঙ্গি সংগঠনের সদস্যরা পাকিস্তানে অনুপ্রবেশ করেছে। ওই রাষ্ট্রদূতের চিঠিটি একটি পাক সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার পরই এই বিষয়ে হইচই শুরু, হয়েছে। কোটি কোটি ডলারের 'চীন-পাকিস্তান ইকোনমিক করিডর'-এর শীর্ষকর্তা পিং ইং ফি পাক প্রশাসনকে অবিলম্বে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করবেন বলে জানাগেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন