News71.com
 International
 22 Oct 17, 12:34 PM
 170           
 0
 22 Oct 17, 12:34 PM

খোলশ ছেড়ে বেরিয়ে মিয়ানমারকে পূর্ণ সমর্থন করল চীন।।

খোলশ ছেড়ে বেরিয়ে মিয়ানমারকে পূর্ণ সমর্থন করল চীন।।

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে নিজের খোলশ ছেড়ে আসল রূপ দেখাল বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। তারা মিয়ানমারের সাম্প্রতিক কর্মকান্ডকে শান্তি এবং স্থিতিশীলতার সুরক্ষার নাম করে আনুষ্ঠানিক পূর্ণ সমর্থন করেছে। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপ-মন্ত্রী জিও ইয়েঝু এ প্রসঙ্গে বলেন,বহির্বিশ্বের সহায়তা ছাড়াই রাখাইনের পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমার সরকারের সক্ষমতা আছে বলে বিশ্বাস করে চীন। কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপি চলমান জাতীয় কংগ্রেসের ফাঁকে জিও ইয়েঝু সাংবাদিকদের বলেন, রাখাইনসহ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমারের পদক্ষেপে সম্পূর্ন সমর্থন রয়েছে চীনের। সকলকে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন বুঝতে হবে।

উল্লেখ্য মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত প্রায় দশ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। কয়েক দশক ধরে সামরিক জান্তা সরকারের অধীনে থাকলেও বরাবরই মিয়ানমারের সামরিক কতৃপক্ষের সঙ্গে সুদীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বেইজিংয়ের। তিনি বলেন,চীন এবং মিয়ানমার বন্ধুপ্রতীম প্রতিবেশি রাষ্ট্র। যাদের সঙ্গে অভিন্ন পর্বত এবং নদী সীমান্ত রয়েছে। রাখাইনে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে চীনও ক্ষতিগ্রস্ত হবে।তাই রাখাইনে মিয়ানমারের চলমান তৎপরতাকে সম্পুর্ণ সমর্থন করে চীন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন