News71.com
 International
 21 Oct 17, 08:57 AM
 148           
 0
 21 Oct 17, 08:57 AM

মিসরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ১৬।।

মিসরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ১৬।।

আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের দক্ষিণাঞ্চলীয় আসুইত প্রদেশের কাছে মরুভূমির ভেতর দিয়ে যাওয়া একটি সড়কে আজ শনিবার কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও অপর নয়জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সুত্র এ খবর জানায়। আসুইত নিরাপত্তা অধিদফতরের প্রধান জেনারেল গামাল শোকার বলেন,আসুইত-লোহিত সাগর সড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ফলে আরো তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন,নিহতদের মধ্যে চার শিশু ও পাঁচ নারী রয়েছেন। এছাড়া আহতদের আসুইত পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন