আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৫ সালে অপহৃত পাকিস্তানি মানবতাবাদী নারী সাংবাদিক জিনাত শাহজাদির সন্ধান পেয়ে তাকে উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গতকাল শুক্রবার সাংবাদিকের এ কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের মিসিং পার্সন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি জাভেদ ইকবাল। পাকিস্তানের সদ্যগঠিত ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর প্রধান বলেন,গত বুধবার রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তার খোঁজ পায় নিরাপত্তা বাহিনী। কিছু ভিন রাষ্ট্রের শত্রুগোষ্ঠী এবং অভিনেতা গোষ্ঠী জিনাতকে অপহরণ করেছিল। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার আদিবাসী নেতারা জিনাতের উদ্ধারে প্রচুর সাহায্য করেছেন। উদ্ধারের পর গতকাল শুক্রবারই নিজ পরিবারের কাছে ফিরে গিয়েছেন জিনাত।
নিখোঁজ কয়েদী বা ভুল অভিযোগে বন্দিদের নিয়ে বরাবরই সরব ২৬ বছরের জিনাত। ভারতীয় ইঞ্জিনিয়ার হামিদ আনসারিকে চরবৃত্তির অভিযোগে পেশোয়ারের জেলে বন্দি করে রাখার বিরুদ্ধে তদন্ত করছিলেন তিনি। পাক সরকারের তথ্যমতে ২০১২ সালে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হন হামিদ। তার মা ফৌজিয়া আনসারির হয়ে পাক সুপ্রিম কোর্টের মানবাধিকার শাখায় আবেদনও করেছিলেন জিনাত। তার আবেদন গৃহীত হয়েছিল। তারপরই ২০১৫ সালের আগস্টে লাহোরের জনবহুল এলাকায় অটোরিক্শায় অফিস যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে অপহৃত হন জিনাত। বোন ফিরে আসায় খুশি তার বড় ভাই সলমন লতিফ বলেন,কোনও অন্যায় না করেও তাদের পরিবার শাস্তি পেল। বড বোনের দীর্ঘ অনুপস্থিতি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন জিনাতের ছোটভাই সাদ্দাম ।