আন্তর্জাতিক ডেস্কঃ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে পদ থেকে সরাতে চক্রান্ত করেছে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। চাঞ্চল্যকর এ অভিযোগটি করেছেন শি জিনপিং প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা।
তিনি দাবি করেন, ক্ষমতার লোভে শাসকদলের কিছু প্রাক্তন নেতা প্রেসিডেন্টকে পদ থেকে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে।প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ করে দ্বিতীয়বার ফের ক্ষমতায় আসতে চলেছেন শি জিনপিং। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন তিনি। সেই সময় কমিউনিস্ট পার্টির একাধিক নেতার বিরুদ্ধে আপাদমস্তক দুর্নীতির পাকে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে । সেই সব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেন জিনপিং। দল থেকে তাদের বহিষ্কার করেন। দুর্নীতির অভিযোগে জেলে পাঠান তাদের।
একসময় দলের শীর্ষ পদে থাকা এই নেতারা একজোট হয়ে শি জিনপিং সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন লিউ নামের এক অফিসার।এই প্রথম চীনা প্রশাসনের কোনো কর্তাব্যক্তি প্রকাশ্যে দুর্নীতি নিয়ে মুখ খোলেন।তবে তিনি খোলসা করে জানাননি এটা কোনো সংঘবদ্ধ ষড়যন্ত্র হচ্ছে নাকি কোনো বিচ্ছিন্ন ঘটনা।দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেন লিউ। তিনি বলেন, ২০১২ সাল থেকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছেন। দল ও দেশ থেকে দুর্নীতি দুর করতে অনেক ঝুঁকিও নিতে হয়েছে তাকে।