News71.com
 International
 21 Oct 17, 11:29 AM
 156           
 0
 21 Oct 17, 11:29 AM

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ।। নিহত ৪২,পুড়েছে ৮৪০০ বাড়ি  

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ।। নিহত ৪২,পুড়েছে ৮৪০০ বাড়ি   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪২ জনে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮,৪০০ বাড়িঘর পুড়ে গেছে ।ক্যালিফোর্নিয়র এ ঘটনায় বেশ কিছু এলাকার লোকজনকে তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে সেখানে ঠিক কি অবস্থা রয়েছে, তা তারা জানতে পারছেন না।ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত শুরু হওয়ায় গত কয়েকদিনের দাবানলের ভয়াবহতা কমে এসেছে। আশা করা হচ্ছে শীঘ্রই পুরোপুরি নিভে যাবে আগুন।ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান্তা রোজা শহরের তিনটি দুর্গত এলাকায় এখন অধিবাসীদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সে এলাকার বহু স্থানে মাঝরাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফলে তাদের মাঝরাতেই দ্রুত পালাতে হয়। এতে বাড়ির কোনো জিনিসই নিতে পারেননি অধিকাংশ মানুষ।


ক্যালিফোর্নিয়ার গভর্নর সান্তা রোজা শহরে সফর করার সময় বলেছেন, দাবানলের কারণে বিধ্বংসী অবস্থা এক কথায় অবিশ্বাস্য।যা কল্পনা করা যায়না। এখন পর্যন্ত লক্ষাধিক মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় ঘরবাড়ি এবং বন-জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে।এর আগে ক্যালিফোর্নিয়ায় এ দাবানলে সাত হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছিল। তবে নতুন পরিসংখ্যানে এ সংখ্যা ৮৪০০ বলে জানানো হয়েছে। এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ড্যানিয়েল বারলেন্ট বলেন, তাদের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা তৈরির কাজ প্রায় শেষ করে এনেছেন।ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি তৃতীয় ভয়াবহতম অগ্নিকাণ্ডে প্রাণহানি। ক্যালিফোর্নিয়ায় এবারের দাবানলে প্রাথমিক হিসাবে এক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির অনুমান করছেন ইন্সুরেন্স কম্পানিগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন