আন্তর্জাতিক ডেস্কঃ কোন পাইলট ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারবে সিক্সথ জেনারেশনের অত্যাধুনিক বোমারু বিমান রাশিয়ান এয়ারফোর্স। এই প্রসঙ্গে রাশিয়ান বিমানবাহিনীর কমান্ডার জানিয়েছেন,অত্যাধুনিক এই বোমারু বিমানের দুটি ভার্সন থাকবে। একটি ভার্সন চালানো হবে পাইলট ছাড়া। তবে,এখনো পর্যন্ত সুখোই টি-৫০ বোমারু বিমান নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এমনকি এখনো পর্যন্ত সুখোই টি-৫০ বোমারু বিমানটিকে রুশ বিমানবাহিনীর কাছে হস্তান্তরও করতে পারেনি। এরই মধ্যে সিক্সথ জেনারেশনের অত্যাধুনিক বিমান তৈরির খবর দিল মস্কো।
রুশ বিমানবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ভিক্তোর বোন্দারেভ জানিয়েছেন,শুধু সিক্সথ জেনারেশন নয়,সেভেন জেনারেশনেরও আরো উন্নত এবং অত্যাধুনিক বোমারু বিমান তৈরির কাজ চলছে। তবে গোপনীয়তা বজায় রাখতেই এর থেকে বেশি কিছু তিনি বলতে রাজি নন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। কর্নেল জেনারেল আরো জানিয়েছেন, মানুষের মধ্যে নানা সীমাবদ্ধতা থাকলেও প্রযুক্তি ও যন্ত্রের মধ্যে তা নেই। কাজেই যে কোনো প্রজন্মের যুদ্ধে পাইলটবিহীন বোমারু বিমান কার্যকরভাবে শত্রুকে পরাজিত করতে পারবে। তবে এই বিষয়ে এখনো বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন ভিক্তোর বোন্দারেভ।