News71.com
 International
 20 Oct 17, 06:22 AM
 161           
 0
 20 Oct 17, 06:22 AM

সিরিয়ার আইএস ঘাঁটি থেকে ইসরায়েল ও ন্যাটোর তৈরি বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার  

সিরিয়ার আইএস ঘাঁটি থেকে ইসরায়েল ও ন্যাটোর তৈরি বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার   

আন্তর্জাতিক ডেস্কঃ আইএসের দখল থেকে বিপুল পরিমান অত্যাধুনিক সমরাস্ত্র উদ্ধার করেছে সিরীয় সেনাবাহিনী। উদ্ধার হওয়া এই সকল সমরাস্ত্র ও গোলাবারুদ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর জন্য ইসরাইল তৈরী করে বলে জানাগেছে । এখন প্রশ্ন হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সদস্যদের ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ আই এসের মত একটি ভয়ঙ্কর জঙ্গী সংগঠনের হাতে এল কি করে । সিরিয় বাহিনীর এই অস্ত্র উদ্ধারের পর থেকে এই প্রশ্ন ঘুরছে সমর বিশারদসহ বিশ্ব নেতাদের মুখে ।

জানাগেছে দীর্ঘদিন আইএসের দখলে থাকা সিরিয়ার দেইর আল-জাওর প্রদেশের কৌশলগত শহর মায়েদিন সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী কব্জায় নেয় । আর শহরটি দখলে নেয়ার পর এখানে আইএসের ফেলে যাওয়া বিপুল পরিমান অস্ত্র ভান্ডারের সন্ধান পায় সিরিয় সরকার সমর্থিত বাহিনী। কিন্ত উদ্ধার হওয়া অস্ত্র পরীক্ষা করে সকলেই হতবাক। এই অস্ত্র-গোলাবারুদ মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ব্যবহারের জন্য ইসরাইল তৈরী করেছে । একজন ফিল্ড কমান্ডারের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। সংবাদমাধ্যমকে ঐ সিরিয় কমান্ডার জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ইসরায়েলের তৈরি মধ্যম, ভারি এবং হালকা অস্ত্রের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলো এবং ন্যাটোভুক্ত দেশগুলোর ব্যবহৃত অস্ত্রও আইএসের ফেলে যাওয়া ঘাঁটি থেকে উদ্ধার করা হয়েছে ।

সিরিয়ার ফিল্ড কমান্ডার জানান, মর্টার, গোলন্দাজ বাহিনীর জন্য ব্যবহৃত সরঞ্জাম, সাঁজোয়া যান ধ্বংস করার কাজে ব্যবহৃত ব্যাপক পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে। এ ছাড়া, ন্যাটোর ৪০ কিমি পাল্লার একটি ১৫৫ এমএম ভারি কামান পাওয়া গেছে।উল্লেখ্য সিরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থেকে এর আগেও ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী। পূর্বাঞ্চলীয় প্রদেশে হোমসের জিব আল-জারেহ অঞ্চল থেকে কয়েকদিন আগেই ব্যাপক পরিমাণে গোলাবারুদসহ ইসরায়েলি কামান উদ্ধার করা হয়েছে। কিন্ত ন্যাটোর ব্যবহৃত অস্ত্র আইএস ঘাটিতে পাওয়ার বিষয়টি নতুন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন