News71.com
 International
 20 Oct 17, 05:35 AM
 147           
 0
 20 Oct 17, 05:35 AM

ভারতের তামিলনাড়ুতে বাস ডিপো ধসে ৮ শ্রমিক নিহত, গুরুতর আহত ৩।।  

ভারতের তামিলনাড়ুতে বাস ডিপো ধসে ৮ শ্রমিক নিহত, গুরুতর আহত ৩।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ু রাজ্যে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বাস ডিপো ধসে ৮ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্র জানায়,তামিলনাড়ুর রাষ্ট্রীয় ট্রান্সপোর্ট করপোরেশনের (টিএনএসটিসি) নাগাপত্তিনাম জেলার পোরায়ার অফিসটি ধসে পড়ে। এসময় শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নাগাপত্তিনাম ডিস্ট্রিক্ট কালেক্টর ড. সি সুরেশ কুমার ঘটনাস্থল পরিদর্শন শেষে ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি,নিহতদের প্রত্যেকের পরিবারকে সাড়ে ৭ লাখ রুপি, গুরুতর আহতদের দেড় লাখ রুপি এবং সামান্য আহতদের পঞ্চাশ হাজার রুপি করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন