News71.com
 International
 20 Oct 17, 11:26 AM
 186           
 0
 20 Oct 17, 11:26 AM

নাইজেরিয়ার বিদ্রোহী গ্রুপ ‘বোকো হারামের’ অতর্কিত হামলায় তিন সৈন্য নিহত।।

নাইজেরিয়ার বিদ্রোহী গ্রুপ ‘বোকো হারামের’ অতর্কিত হামলায় তিন সৈন্য নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার বোকো হারামের বিদ্রোহীরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় একটি সামরিক গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে তিন সৈন্যকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনী ও বেসামরিক সূত্র আজ বৃহস্পতিবার একথা জানিয়েছে। সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, দাম্বোয়া ও প্রাদেশিক রাজধানী মেইদুগুরির মাঝামাঝি স্থানে ওই গাড়ি বহরকে লক্ষ্য করে গতকাল বুধবার এই হামলা চালানো হয়। তিনি জানান,বোকো হারামের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আমরা তিন সৈন্যকে হারিয়েছি। এই হামলায় আরো পাঁচ সৈন্য আহত হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন