
আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিকে আরো একটি সামুদ্রিক ঝড় সৃষ্টি হয়েছে, যা আগামী দুইদিন শক্তি যুগিয়ে সুপার টাইফুনে রূপ নেবে। এতে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৫০ মাইল। যৌথ টাইফুন সর্তকীকরণ কেন্দ্র জানিয়েছে, টাইফুন লান বর্তমানে ফিলিপাইন ও গুয়ামের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। যা ঘণ্টায় ৭৫ মাইল বেগে অগ্রসর হচ্ছে। এর গতিবেগে বলছে, ঝড়টি ক্যাটাগরি ৫ টাইফুনে পৌঁছাতে পারে।বলা হচ্ছে, আগামী শুক্রবার বা শনিবার নাগাদ ঝডটি জাপানের ভূ-খণ্ডে পৌঁছবে। যা দেশটির পূর্ব উপকূল দিয়ে অতিক্রম করবে। তবে এতো আগে ঝড়টির গতিপথের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বলতে পারছেন না আবহাওয়াবিদরা ।