আন্তর্জাতিক ডেস্কঃ আবার মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা। এবার স্কুলের অদূরে চলল এলোপাথাড়ি গুলি। হামলা এবার মেরিল্যান্ডে।বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। কী কারণে আততায়ী এই হামলা চালিয়েছে তা জানতে পারা যায়নি। উইসকনসিনের অপরাধ দমন বিভাগ এই ঘটনার তদন্তভার নিয়েছে বলে সূত্রে খবর। স্কুলের অদূরে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার খবর ছড়িয়ে পড়তেই পৌঁছে যায় পুলিশ। স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ।
শুরু হয় তল্লাশি। মেরিল্যান্ডে পুলিশ জানিয়েছে, গুলিতে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সময় সকাল ১১টার কিছু পরে মেরিল্যান্ডে হামলা চালায় এক বন্দুকবাজ। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কয়েকজন। রক্তাক্ত হয় ধর্মীয় স্থান।