News71.com
 International
 19 Oct 17, 12:33 PM
 159           
 0
 19 Oct 17, 12:33 PM

মাফিয়াডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলাম হচ্ছে ভারতে

মাফিয়াডন দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলাম হচ্ছে ভারতে

আন্তর্জাতিক ডেস্কঃ দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে তোলার জন্য ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। নিলামে উঠবে এমন সম্পত্তির তালিকাও তৈরি করা হয়েছে। জানা যায়, মুম্বাইয়ের একটি বাড়ি নিলামে উঠবে। এই বাড়িতেই থাকতেন দাউদের ভাই ইকবাল কাসকর, যাকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। এখানে দাউদের বোন হাসিনারও বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের ভিন্ডি বাজারের হোটেল রওনক আফরোজও রয়েছে এই নিলাম তালিকায়। দাউদের এই হোটেলটি আড্ডা নামেই পরিচিত।


প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণে প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানে রয়েছেন। যদিও পাকিস্তান তা অস্বীকার করছে। ভারতের এক কর্মকর্তার মতে, দাউদের টাকা ইংল্যান্ড, দুবাই, ভারতে বহু কাজে ব্যবহার করা হয়েছে। সেন্ট্রাল লন্ডনেও তার সম্পত্তি রয়েছে।মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ২০১৩ সালে তাকে গ্লোবাল টেররিস্ট বলে চিহ্নিত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন