News71.com
 International
 18 Oct 17, 08:58 AM
 197           
 0
 18 Oct 17, 08:58 AM

উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ অনিবার্য ।। সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ মার্কিন সেনাদের  

উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ অনিবার্য ।। সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ মার্কিন সেনাদের   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সম্ভবত অনিবার্য। যখন তখন বেধে যেতে পারে প্রলয়ংকারী যুদ্ধ নিমেশেই ধ্বংস হতে পারে সব। তাই কোরিয়া সীমান্তে যে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের সতর্ক হওয়ার নির্দেশ দিল মার্কিন প্রশাসন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্প্রতি যুদ্ধের ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা। গত কয়েকদিন আগে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া। এরপরেই মার্কিন সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা চলছে ঠিক তখনই সিওলের সঙ্গে জোট বেধে সামরিক মহড়ায় নেমেছে আমেরিকা। অবশ্য,পরিস্থিতি বিবেচনা করে মহড়া বন্ধ রাখা হয়েছে। উত্তর কোরিয়াকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করে সর্বাত্মক অভিযান মোকাবেলার মহড়া চালাচ্ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনারা। একে চরম উস্কানিমূলক তৎপরতা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন