
আন্তর্জাতিক ডেস্কঃ সেলফি মেনিয়া ছাড়ছে না ভারতকে । এবার ঝর্নার সামনে সেলফি তুলতে গিয়ে মারা পড়ল যুবক । ভারতের বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে একটি ঝর্ণার সামনে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। জানা গেছে,বেঙ্গালুরু শহরের খুব কাছেই চিন্নাগিরি জলপ্রপাত। গত দুই মাস ধরে লাগাতার বৃষ্টিতে এখন রীতিমতো স্রোতস্বিনী হয়ে উঠেছে জলপ্রপাতটি। এমন দৃষ্টিনন্দন ঝর্ণার সুন্দর্যের দৃশ্য ধারন করতে টিলার থেকে পা পিছলে জীবন দিতে হল।
পুলিশ জানিয়েছে,বন্ধুদের সঙ্গে চিন্নাগিরিতে ঘুরতে গিয়েছিলেন নবীন কুমার নামে ওই যুবক। গতকাল মঙ্গলবার সকালে ওই জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার শখ হয় নবীন ও তাঁর বন্ধুদের। এমন সৌন্দর্যের সাক্ষী হতে জলপ্রপাতকে পিছনে রেখে সেলফি তোলার জন্য একটি টিলায় ওঠেন তাঁরা। আর তখনই ঘটে বিপর্যয়! ছবি তুলতে গিয়ে পা পিছলে জলপ্রপাতের নিচে পড়ে যান নবীন। ঘটনাস্থলেই মারা যান তিনি।