News71.com
 International
 18 Oct 17, 12:29 PM
 179           
 0
 18 Oct 17, 12:29 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ৬০০ মিলিয়ন ডলার সম্পদ কমেছে ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ৬০০ মিলিয়ন ডলার সম্পদ কমেছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ধনীরা আরো ধনী হলেও গত এক বছরে ব্যতিক্রম ঘটেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে। তার সম্পদের পরিমাণ কমেছে ৬০০ মিলিয়ন ডলার। আমেরিকার সেরা ৪০০ ধনীর তালিকায় তার স্থান ২৪৮-তে। গত বছর ছিল ১৫৬। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস গতকাল মঙ্গলবার প্রকাশ করেছে এ তালিকা। ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ ৩.১ বিলিয়ন ডলার।


টানা ২৪ বছরের মতো এবারও দেশটির সেরা ধনী হয়েছেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৮৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ৮১.৫ বিলিয়ন ডলার। ৭৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে ওয়ারেন বাফেট। ট্রাম্প ছাড়া যুক্তরাষ্ট্রের সেরা এই ৪০০ ধনীর সকলেরই সম্পদ বেড়েছে গত বছর। তাদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২.৭ ট্রিলিয়ন ডলার। আগের বছর তা ছিল ২.৪ ট্রিলিয়ন ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন