
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের মধ্যাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) প্রশিক্ষণ শিবিরে মার্কিন বিমান হামলায় গ্রুপের অসংখ্য সদস্য নিহত হয়েছেন। আইএসের এই প্রশিক্ষণ কেন্দ্রে নতুন যোদ্ধাদের প্রস্তুতি শিক্ষা দেওয়া হত। মার্কিন সামরিক বাহিনী গতকাল সোমবার এ কথা জানিয়েছে। সংঘাতময় দেশটিতে এটি এ ধরণের প্রথম বিমান হামলা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্ররা এই প্রথমবারের মতো আইএসের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানোর ঘোষণা দিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়,ইয়েমেনে আল-বাইদা প্রদেশে আইএসের দু’টি প্রশিক্ষণ শিবিরে মার্কিন বাহিনীর এক বিমান হামলায় এ জঙ্গি গোষ্ঠীর অসংখ্য সদস্য নিহত হয়েছে। আইএসের নতুন যোদ্ধাদের প্রশিক্ষণের কার্যক্রম ভন্ডুল করে দিতেই তারা এ অভিযান চালায়। বিবৃতিতে আরও বলা হয়,আইএস একে ৪৭,মেশিন গান,রকেট চালিত গ্রেনেডের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালানোর জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিত।