News71.com
 International
 17 Oct 17, 05:57 AM
 239           
 0
 17 Oct 17, 05:57 AM

যেকোন মুহূর্তেই শুরু হতে পারে পরমাণু যুদ্ধ ।। হুঁশিয়ারি উত্তর কোরিয়ার  

যেকোন মুহূর্তেই শুরু হতে পারে পরমাণু যুদ্ধ ।। হুঁশিয়ারি উত্তর কোরিয়ার   

আন্তর্জাতিক ডেস্কঃ যেকোন মুহূর্তেই শুরু হতে পারে পরমাণু যুদ্ধ , এভাবেই বিশ্বকে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। জাতিসংঘে নিযুক্ত দেশটির ডেপুটি অ্যাম্বাসাডর কিম ইন রিয়ং এক বিবৃতিতে সোমবার একথা জানিয়ে বলেছেন, পিয়ংইয়ং-এর প্রতি ওয়াশিংটনের বৈষম্যমূলক নীতি ও দমননীতি বন্ধ না হওয়া পর্যন্ত পরমাণু অস্ত্র সংবরণ করবে না উত্তর কোরিয়া একদিকে যখন কোরীয় উপদ্বীপ অঞ্চলে ১০ দিনের সামরিক মহড়ায় অংশ নিয়েছে দুই বন্ধু রাষ্ট্র আমেরিকা এবং দক্ষিন কোরিয়া। রয়েছে মার্কিন নৌসেনার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও দু’টি ডেস্ট্রয়ার। আর এর মাঝেই নতুন করে এই বিবৃতি দিল পিয়ংইয়ং।


কিম ইন রিয়ং-এর মতে, উত্তর কোরিয়া এখন বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে একটি। পুরো মার্কিন ভূখণ্ড পিয়ংইয়ং-এর নতুন ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তবে উত্তর কোরিয়া একটি দায়িত্বশীল পরমাণু রাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নেওয়া আমেরিকার সামরিক পদক্ষেপে যদি কোন দেশ শামিল না হয়, তাহলে আমরাও সেই দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র কখনই ব্যবহার করব না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন