
আন্তর্জাতিক ডেস্ক; পাকিস্তানের খাইবার এজেন্সির তাখতা বেগ চেকপোস্ট দিয়ে জমরুদে ঢোকার সময় স্থানীয় প্রশাসনের হাতে তিন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। রবিবার রাতে গ্রেফতার হওয়া ওই বাংলাদেশিদের বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, তল্লাশি চালাতে তাখতা বেগ চেকপোস্টে একটি বাস থামানো হয়। এ সময় বাসটিতে তিন বাংলাদেশি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন বাংলাদেশি জানান, সেখানে ভ্রমণের বৈধ কোনো কাগজপত্র তাদের নেই।পরে পেশওয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ওই বাংলাদেশিদের কোনো পরিচয় দেয়া হয়নি।ওই ঘটনার পর তল্লাশি আরও জোরদার করা হয়।