News71.com
 International
 16 Oct 17, 06:44 AM
 167           
 0
 16 Oct 17, 06:44 AM

হংকংয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘খানুন,

হংকংয়ের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘খানুন,

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘খানুন। শুধু হংকং নয় এর প্রভাব পড়বে চীন ও ভিয়েতনামের উপরও । আশংকা করা হচছে ভিয়েতনামের বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার নাগাদ তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সর্তকতা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। তীব্র বাতাসের প্রভাবে অনেক এলাকায় ফেরি সার্ভিস বাতিল করা হয়েছে। আবহাওয়ার সবশেষ তথ্যানুযায়ী,টাইফুনটি হংকংয়ের দক্ষিণাঞ্চলীয় শহর থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো,যা বিকেল নাগাদ ২০০ কিলোমিটারের মধ্যে অবস্থান নেবে। ‘খানুন’র প্রভাবে তীব্র বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হংকং থেকে ম্যাকাও এবং আশপাশের দ্বীপগুলোতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে তাইওয়ান ও চীনের শিডিউলে থাকা কিছু ফ্লাইট। টাইফুন ‘হাতো’র প্রায় দুই মাস পর হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে ‘খানুন’। সে সময় ঝড়ে ম্যাকাওয়ে বেশ কয়েকজনের প্রাণহানি হয়,বন্যা পরিস্থিতির পাশাপাশি ব্যাঘাত ঘটে যোগাযোগ ব্যবস্থায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন