News71.com
 International
 16 Oct 17, 06:41 AM
 164           
 0
 16 Oct 17, 06:41 AM

এক বহিস্কৃত ছাত্রের কান্ড : গুলিতে এক নিরাপত্তারক্ষীসহ নিহত ৭

এক বহিস্কৃত ছাত্রের কান্ড : গুলিতে এক নিরাপত্তারক্ষীসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার উত্তরাঞ্চলে লোকিচোগিও নামক শহরের একটি আবাসিক স্কুলে বহিস্কৃত সহপাঠীর গুলিতে ছয় স্কুল ছাত্র ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। বহিস্কৃত ছাত্রটি ’জন লোককে সঙ্গে নিয়ে হঠাত এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। জানা গেছে,হামলাকারী দক্ষিণ সুদান থেকে আসা ১৭ বছরের একজন শরণার্থী। এ ব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক জানান,বহিস্কারের পর হামলাকারী ছাত্রটি দু’জন লোককে সঙ্গে নিয়ে আসে। নিরাপত্তা রক্ষী তাদের বাধা দিলে প্রথমে তাকে গুলি করা হয়। এরপর স্কুলটিতে প্রবেশ করে হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তিনি আরও বলেন,হামলাকারী দক্ষিণ সুদানের নিকটবর্তী অঞ্চল থেকে এসেছিল। স্কুলে মারামারি করার অভিযোগে তাকে বহিস্কার করে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন