আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্পে নয়,ঘরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। রোহিঙ্গা সমস্যা নিয়ে গতকাল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের পর এক অনানুষ্ঠানিক আলাপে মিয়ানমার সরকারের প্রতি তিনি এ আহ্বান জানান। তিনি আরো বলেন,রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করুন,যাতে তারা সেখানে নিরাপত্তার আঁচ অনুভব করে। একইসঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাখাইন রাজ্য পুর্নর্গঠনে তাদের সহায়তা করুন। তাদেরকে নির্যাতন বন্ধ করুন, মিয়ানমারে বসবাসের সুজোক করে দিন।
এর আগে এক বক্তব্যে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি বলেছিলেন,মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা চলছে। তবে কী পদ্ধতিতে তাদের ফেরত নেওয়া হবে এ বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে বৈঠকে নিরাপত্তা পরিষদ পূর্ণ সমর্থন দিয়েছে। তবে এ বিষয়ে জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।