News71.com
 International
 14 Oct 17, 08:53 AM
 152           
 0
 14 Oct 17, 08:53 AM

আফ্রিকানদের জন্তু-জানোয়ারের সাথে তুলনা করল চীন।।

আফ্রিকানদের জন্তু-জানোয়ারের সাথে তুলনা করল চীন।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ হাঁ করা একটা নরবানরের মুখ। আর তার পাশেই একই রকম অভিব্যক্তিতে একটা আফ্রিকার শিশু। পাশাপাশি আবার একটা সিংহের ছবি। তারপাশেই দাঁত বের করে একজন আফ্রিকান মানুষ। চীনে আয়োজিত প্রদর্শনীতে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় তুলেছিল এমন ছবি। তারপরই ছবি সরাতে বাধ্য হয়েছে চীনের সংগ্রহশালা। চীনের ইউহান শহরে চলছিল এই প্রদর্শনী। দিস ইজ আফ্রিকা'নামে এই প্রদর্শনীতে বর্ণবৈষম্যের অভিযোগ ওঠেছে। এরপরই সরিয়ে নেওয়া হয় ছবিগুলো। প্রদর্শনীতে ছিল ১৫০টি ছবি।

যদিও সংগ্রহশালার কিউরেটরের বক্তব্য,ছবিগুলোর ফটোগ্রাফার ইউ হুইপিং আফ্রিকা মহাদেশ ও সেখানকার মানুষকে খুবই ভালোবাসেন। ছবির মাধ্যমে আফ্রিকার মানুষ ও জন্তু-জানোয়াদের মধ্যে সহাবস্থানের বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আফ্রিকার মানুষ ও জন্তু-জানোয়াদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে সেটাই বুঝাতে চেয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন