News71.com
 International
 13 Oct 17, 03:42 AM
 142           
 0
 13 Oct 17, 03:42 AM

মেক্সিকোর কারাগারে দাঙ্গা থামাতে সেনা অভিযান

মেক্সিকোর কারাগারে দাঙ্গা থামাতে সেনা অভিযান

 

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওনে কারাগারে অপরাধী দলগুলোর মধ্যে সৃষ্ট দাঙ্গা থামাতে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে ১৬ জন নিহত হয়েছে। জানা যায়,রাজ্যের মনতেরে শহরের নিকটবর্তী কাদেরেইতা কারাগারের ভিতর অপরাধীদের মধ্যে সৃষ্টি উত্তেজনা থেকে এ দাঙ্গা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে সেনা পাঠানো হয়। এ ব্যাপারে রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা আলদো ফাসকি এক সংবাদ সম্মেলনে জানান,কারারক্ষী,অন্যান্য কয়েদিদের সুরক্ষা দিতে ও দাঙ্গা থামাতে নিরাপত্তা বাহিনী অভিযানে নামে। এতে ১৩ জন নিহত হয়েছে। তবে আহতদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর,যার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

প্রসঙ্গত,গত মঙ্গলবার ভোরে কারাগারে বন্দী ছয়টি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এক কয়েদি নিহত হলে তার লাশ পুড়িয়ে ফেলা হয়। পরে পুলিশ কারাগারের ভিতরে প্রবেশের চেষ্টা করলে প্রায় দেড়শ কয়েদি তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী পাঠাতে বাধ্য হয় কর্তৃপক্ষ এবং তাদের অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনীর গুলিতে এবং কয়েদিদের অভ্যন্তরীণ সংঘর্ষে কয়জন নিহত হয়েছে তা আলাদা করে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন