News71.com
 International
 13 Oct 17, 03:35 AM
 157           
 0
 13 Oct 17, 03:35 AM

সিরিয়ায় আইএসের গাড়িবোমা হামলা, নিহত ৫০।।

সিরিয়ায় আইএসের গাড়িবোমা হামলা, নিহত ৫০।।


আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস গাড়িবোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কুর্দিশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের এক প্রতিবেদনে বলা হয়, আবু ফাসে দেইর আল জর ও হাসাকা প্রদেশের কাছাকাছি জায়গায় গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। হামলায় কুর্দি শরণার্থী ও সিরিয়ান সরকারি বাহিনীর বেশ কয়েকজন নিহত হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এই হামলার কথা জানিয়েছে,তবে নিহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি সংস্থাটি। চলতি বছর সিরিয়া ও ইরাকে নিজেদের দখল হারাচ্ছে আইএস। শহর ও গ্রাম হয়ে দেই আল জরের উপত্যকায় আত্মগোপন করছে তারা। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তাদের উপর চড়াও হচ্ছে। তারা চাপ দিচ্ছে উত্তর দিক থেকে। সিরীয় সেনাবাহিনী সমর্থন পাচ্ছে রাশিয়া ও ইরানের। তার চড়াও হচ্ছে পশ্চিম দিক থেকে। এসডিএফের এক মুখপাত্র নিশ্চিত করে বলেন,হাসাকায় আবু ফাসে একটি গাড়ি হামলা চালানো হয়েছে। এই ঘটনায় অনেক মানুষ হতাহতের শিকার হয়েছেন। বিস্ফোরণের পর সাধারণ মানুষরা মরুভূমি দিয়ে পালানোর চেষ্টা করেন। সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারান আরও কয়েকজন। সিরিয়ান অবজাভেটরি জানায়,কুর্দি কর্তৃপক্ষরা আবু ফাসে বাস্তুহারা মানুষদের একত্রিত করেছিলো। সেখানে আশ্রয়ের ব্যবস্থা করেছিলো। সুত্র আরো জানয়, দেইর আল জরের মায়াদিন শহরে সরকারি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন