News71.com
 International
 13 Oct 17, 03:32 AM
 162           
 0
 13 Oct 17, 03:32 AM

আমেরিকার পথ ধরে এবার ইউনেস্কো থেকে বেরিয়ে গেল ইসরায়েল।।

আমেরিকার পথ ধরে এবার ইউনেস্কো থেকে বেরিয়ে গেল ইসরায়েল।।

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার পথ ধরে এবার জাতিসংঘের বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ইউনেস্কো থেকে বেরিয়ে গেছে ইসরায়েল। এর আগে ইউনেস্কো থেকে বের হওয়ার ঘোষণা দেয় আমেরিকা। দেশটির অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে ইউনেস্কো। পাশাপাশি ইউনেস্কোর আদলে অন্য আরেকটি সংস্থা তৈরির ইঙ্গিতও দিয়েছে আমেরিকা।

আমেরিকার এমন পদক্ষেপকে ‘গভীর দুঃখজনক’আখ্যায়িত করেছেন সংস্থাটির মহাপরিচালক আইরিনা বোকোভা। তবে আমেরিকার এ সিদ্ধান্তকে 'সাহসী ও নৈতিক'বলে আখ্যা দেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনজামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে ইসরায়েল আরও জানায়,ইউনেস্কো 'অপদার্থদের মঞ্চে' পরিণত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন