News71.com
 International
 12 Oct 17, 10:53 AM
 164           
 0
 12 Oct 17, 10:53 AM

মায়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক।।

মায়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক।।


নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে দেশটির সরকারকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ গ্রহন করেছে। প্রতিনিয়ত রোহিঙ্গাদের চাপ বাড়তে থাকায় অনেকটা বাড়তি চাপ নিতে হচ্ছে সরকারকে। তাই এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে,রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের আহ্বানের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে,বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের,দেশটি নিজেরাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।রোহিঙ্গাদের জন্য সরকারের যে কর্মসূচি রয়েছে তাতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে। তবে ঠিক কোন খাতে বিশ্ব ব্যাংকের সহায়তা কী পরিমাণ হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে। সেটি আলাপ-আলোচনা করে ঠিক করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন এবং যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলোতে বিশ্ব ব্যাংক সহায়তা দিতে পারে।

এর আগে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশে, প্রতিদিনই মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের মানুষ যে মানবিকতার সাথে সহনশীলভাবে এ বিষয়টি গ্রহণ করেছে,তাতে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। যদিও মানবিক এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব সংস্থাগুলোর সাহায্য প্রয়োজন। আমরা বিশ্ব ব্যাংকেরও সহায়তা চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন