News71.com
 International
 12 Oct 17, 10:19 AM
 185           
 0
 12 Oct 17, 10:19 AM

সন্ত্রাসের অভিযোগে হাফিজ সাঈদের রাজনৈতিক দলের স্বীকৃতির আর্জি খারিজ করল পাক নির্বাচন কমিশন

সন্ত্রাসের অভিযোগে হাফিজ সাঈদের রাজনৈতিক দলের স্বীকৃতির আর্জি খারিজ করল পাক নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্কঃ আপাতত পাকিস্তানের সংসদীয় রাজনীতিতে নামার চেষ্টা ব্যর্থ হচ্ছে জঙ্গিনেতা হাফিজ মহম্মদ সঈদের। সম্প্রতি পাকিস্তানের প্রকাশ্য রাজনিতিতে আধিপত্য বিস্তারে উঠে পড়ে লাগে ২০০৮-এর ভারতের মুম্বই.এ জঙ্গি হামলার মাস্টার মাইন্ড সাঈদ। পাক নেতৃত্বাধীন নিষিদ্ধ সন্ত্রাসবাদি সংগঠন জামাত-উদ-দাওয়া ঘনিষ্ঠ মিল্লি মুসলিম লিগ রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি চেয়ে যে আবেদন করে পাক নির্বাচনী কমিশন। কিন্তু সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলির সঙ্গে তাদের যোগসূত্রের প্রসঙ্গ টেনে তা বাতিল করে দিয়েছে, পাকিস্তানের। নির্বাচনকমিশন।নির্বাচনে অংশ নেওয়ার জন্য কমিশনের কাছে রাজনৈতিক দলের স্বীকৃতি চেয়েছিল মিল্লি। শুনানির সময় মিল্লিকে পাক অভ্যন্তরীণ মন্ত্রকের অনুমোদন জোগাড় করে নিয়ে আসতে বলে কমিশন। অভ্যন্তরীণ মন্ত্রক এক চিঠিতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক থাকার কারণ দেখিয়ে মিল্লিকে রাজনৈতিক দলের স্বীকৃতি দিতে বারণ করে কমিশনকে। সেইমতো কমিশন মিল্লির আর্জি নাকচ করে দেয়।

পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার সর্দার রাজা খান বলেন, অভ্যন্তরীণ মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, মিল্লির পিছনে মদত আছে নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির।গত মাসেই এক দীর্ঘ চিঠিতে অভ্যন্তরীণ মন্ত্রক নির্বাচন কমিশনকে জানায়, মিল্লির সঙ্গে সম্পর্ক আছে সঈদের, যাঁর ১ কোটি মার্কিন ডলার মাথার দাম ঘোষণা করেছে আমেরিকা। সুতরাং ওদের স্বীকৃতি যেন দেওয়া না হয়।সঈদের জামাত-উদ-দাওয়াকে ২০১৪-র জুনেই বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন করে আমেরিকা।শুনানির সময় মিল্লির কৌঁসুলি রাজনৈতিক দলের স্বীকৃতির দাবিতে কমিশনে সওয়াল করেন, তারা যাবতীয় আইনি প্রক্রিয়া মেনেই আবেদন করেছে।আগস্টে তৈরি হওয়ার পরই মিল্লি কমিশনের কাছে রাজনৈতিক দলের স্বীকৃতি চায়। তবে অভ্যন্তরীণ মন্ত্রক কমিশনকে চিঠি লিখে বলে, পর্যাপ্ত প্রমাণ রয়েছে, লস্কর-ই-তৈবা, জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের আদর্শ একই, এবং এরা পরস্পরের সহযোগী।পত্রে মন্ত্রক কমিশনের সরকারি চিঠিপত্র উল্লেখ করে দাবি করে, মিল্লির প্রেসিডেন্ট সইফুল্লা খালিদই বলেছে, সে ও সঈদ আদর্শগত দিক থেকে পরস্পরের সঙ্গে জড়িত তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন