News71.com
 International
 26 Jan 16, 01:00 AM
 925           
 0
 26 Jan 16, 01:00 AM

আমেরিকাজুড়ে ছড়াতে পারে জিকা ভাইরাস: বিশ্ব সাস্থ্য সংস্থা

আমেরিকাজুড়ে ছড়াতে পারে জিকা ভাইরাস: বিশ্ব সাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক : গোটা আমেরিকা জুড়ে ছাড়তে পারে জিকা ভাইরাস। এরই মধ্যে ক্যারিবিয়ান এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার ২১টি দেশে জিকা ভাইরাস পাওয়া গেছে। বিশ্ব স্বাস্হ্য সংস্হা-ডব্লিউএইচও এই তথ্য জানিয়েছে।

জিকা ভাইরাসে আক্রান্ত হলে মাঝারি মাত্রার জ্বর, চোখে প্রদাহ ও মাথাব্যাথা হয়। কিন্তু আশঙ্কাজনক বিষয় হল, জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সঙ্গে অপরিণত বা ছোট মস্তিষ্কের শিশু জন্মগ্রহণ করার সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুদের এই অবস্থাকে বলা হয় ‘মাইক্রোসেফালি’। এতে আক্রান্ত শিশুদের মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে ওই শিশুরা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, শারীরিক বৃদ্ধি বিলম্বিত হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এর কোনো টিকা বা চিকিৎসা নেই।

ছোট মস্তিষ্কের কারণে ব্রাজিলে ৪৯টি শিশুর মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এদের মধ্যে পাঁচটি শিশুর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন