
আন্তর্জাতিক ডেস্কঃ শপথ নিলেন অসমের নতুন রাজ্যপাল জগদীশ মুখী। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে নতুন রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অজিত সিংহ। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-সহ মন্ত্রীসভার সদস্য ও বিধায়করা। দিল্লির জনকপুরী থেকে সাতবারের বিধায়ক মুখী আগে দিল্লি সরকারের বিভিন্ন বিভাগের মন্ত্রীত্ব সামলেছেন। অসমে আসার আগে তিনি ছিলেন আন্দামান-নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর। ৭৪ বছর বয়সী রাজ্যপালের জন্ম অধুনা পাকিস্তানের অন্তর্গত পঞ্জাবের ডেরা গাজি খান প্রদেশে। শপথ গ্রহণের পরে তিনি বলেন, “অসমের ভার পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের জন্য কাজ করে যাব।”