News71.com
 International
 10 Oct 17, 12:37 PM
 198           
 0
 10 Oct 17, 12:37 PM

কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে জঙ্গি নেতা নিহত।  

কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে জঙ্গি নেতা নিহত।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের এক জঙ্গি গ্রুপের শীর্ষ নেতাকে গুলি করে হত্যা করেছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার এএফপি এ কথা জানায়। খালিদ নামের ওই পাকিস্তানি নাগরিক কাশ্মীরের উত্তরাঞ্চলীয় গ্রাম লাডুরার এক চেক পয়েন্টে গ্রেনেড নিক্ষেপের পর একটি বাড়িতে আটকা পড়ে।পাকিস্তানও দাবি করে যে, খালিদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় আত্মঘাতী বোমা হামলার আয়োজক হিসেবে অভিযুক্ত। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল মুনির আহমেদ খান বলেন, খালিদ জঙ্গি সংগঠন জায়িশ-ই-মোহাম্মদ-এর অন্যতম একজন জঙ্গি ও প্রধান অপারেশনাল কমান্ডার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন