
আন্তর্জাতিক ডেস্কঃ প্রাকৃতিক গ্যাসের একটি ডিপোতে বিস্ফোরণে ঘানায় অন্তত ৭ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফ্রিকার এই দেশটির দিকে নজর ঘুরেছে আন্তর্জাতিক মহলের। গতকাল শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয় ঘানার রাজধানী আক্রার পরমাণু গবেষণা কেন্দ্রের নিকটে। পরে জানা যায়,স্থানীয় একটি গ্যাস স্টেশনে এই বিস্ফোরণ হয়। তার পরেই ছড়িয়েছে বিষাক্ত গ্যাস।
আক্রা শহরের যে অংশে ওই গ্যাস স্টেশনটি ছিল সেটি খুবই ব্যস্ততম অঞ্চল। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। এমনই আশঙ্কা করছে ঘানা সরকার। আজ রবিবার সকালে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। আগুন নেভানোর কাজে অন্তত ২০০ পুলিশকর্মী নেমে পড়ে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও বিস্ফোরণের সম্ভাবনা থাকছে। সেই কথা মাথায় রেখেই ঘানা সরকার জারি করেছে বিশেষ সতর্কতা।