News71.com
 International
 08 Oct 17, 01:17 AM
 659           
 0
 08 Oct 17, 01:17 AM

কড়া বার্তা দিতে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দু’মন্ত্রী ।। এবারও ইসলামাবাদকে রক্ষায় এগিয়ে এল চীন

কড়া বার্তা দিতে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দু’মন্ত্রী ।। এবারও ইসলামাবাদকে রক্ষায় এগিয়ে এল চীন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব সন্ত্রাসবাদ ও জঙ্গি কর্মকান্ডে লাগাতার মদত দেয়ায় এবার পাকিস্তানকে কড়া মুল্য চুকাতে হবে । এ নিয়ে সপ্তাহকয়েক আগে তুমুল রেগে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ ব্যাপারে ওয়াশিং‌টন এ বার একটা হেস্তনেস্ত করতে চাইছে। টিলারসন, ম্যাটিসের মতো দুঁদে মার্কিন কূটনীতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইসলামাবাদে গিয়ে বুঝতে চাইছেন জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে পাক প্রশাসনের প্রয়াস কতটা আন্তরিক। নাকি বরাবরের মত এটা পাকিস্তানের ফাঁকা আওয়াজ । গত কয়েক মাসে ইসলামাবাদ এ ব্যাপারে ঠিক কতটা এগিয়েছে, কী কী ব্যবস্থা নিয়েছে। বা সত্যি সত্যি কোনও ব্যবস্থা নিয়েছে কি না। জানাগেছে শুধু ওয়াশিংটনে বসেই নয়, পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করাতে এ মাসের শেষাশেষি ইসলামাবাদে যাচ্ছেন মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন। তিনি ফিরলেই ইসলামাবাদে যাবেন মার্কিন প্রতিরক্ষসচিব জিম ম্যাটিস। পাকিস্তানে যাচ্ছেন আরও কয়েক জন মার্কিন কূটনীতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ।

 

হোয়াইট হাউস সূত্রের খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর একদমই দেরি করতে চাইছেন না। ইসলামাবাদকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করাতে বাইরে থেকে ধমকধামক, হুঁশিয়ারি দিয়েই থেমে থাকতে চান না ট্রাম্প। টিলারসন, ম্যাটিস সহ মার্কিন কূটনীতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের পাঠিয়ে জঙ্গিদের অর্থ ও অস্ত্রের মদত বন্ধ করার ব্যাপারে ইসলামাবাদের মতিগতি পুরোপুরি বুঝে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট। সেই মতিগতি বুঝেই পাকিস্তান সম্পর্কে পরবর্তী পদক্ষেপ করবে ওয়াশিংটন। ঠিক করা হবে উত্তর কোরিয়ার মতো পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ব্যবস্থা নেওয়া যায় কি না।


উল্লেখ্য পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট তোপ দেগেছিলেন মাসদেড়েক আগে। তার আগে তাঁর মেয়াদ ফুরনোর সময় গত সেপ্টেম্বরে জঙ্গিদের মদত বন্ধ করার ব্যাপারে ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। কিন্তু তার পরেও কাজের কাজ কিছুই হয়নি। বরং পাক বিদেশমন্ত্রী খাওয়াজা আসিফ ওয়াশিংটনে গিয়ে হালে বলেছেন, ‘‘পাকিস্তানকে অযথা দোষারোপ করা হচ্ছে।” তিনি বলেন তাদের দেশের সন্ত্রাসবাদকে আমেরিকাই এতদিন লালন-পালন করে এসেছে। আর প্রয়োজনমত বিভিন্ন দেশের বিরুদ্ধ তাদের ব্যবহার করেছে।” হোয়াইট হাউসের এক পদস্থ কর্তা জানিয়েছেন, পাক বিদেশমন্ত্রীর ওই মন্তব্য ওয়াশিংটন মোটেই ভাল ভাবে নেয়নি। ওই মন্তব্যেই ইঙ্গিত মিলছে, মাসদেড়েক আগে মার্কিন প্রেসিডেন্টের তোপ দাগা সত্ত্বেও জঙ্গিদের অর্থ ও অস্ত্রের মদত বন্ধ করতে বলার মতো কোনও ব্যবস্থা এখনও নেয়নি ইসলামাবাদ।


এদিকে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি দমনে ব্যর্থতার অভিযোগে আমেরিকা সরব হলেও এবারও প্রতিবেশী চীন চাইছে, জঙ্গিদমনে সাম্প্রতিককালে গৃহিত পাক ভূমিকাকে স্বীকৃতি দিক আমেরিকা। গত শনিবার বেজিংয়ের তরফে ওয়াশিংটনের উদ্দেশে বলা হয়েছে, জঙ্গি দমনে পাকিস্তান ‘যে সব সক্রিয় ভূমিকা’ নিয়েছে আমেরিকা বরং তার ‘পূর্ণ স্বীকৃতি’ দিক। বেজিং এর দাবি জঙ্গি দমনে পাক প্রশাসনের সক্রিয় ভূমিকা পাক আন্তর্জাতিক স্বীকৃতি। ঠিক যেন চীনের মুখে ঘুরিয়ে শোনা গেল পাকিস্তানের বুলি ।কারন সম্প্রতি মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছিলেন, ‘‘ বিশ্বের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। ইসলামাবাদের এই আচরণ বদলানো উচিত।’’ আর তারই জবাবে শনিবার চিনা বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘‘জঙ্গি সন্ত্রাস দমনের লড়াইয়ে পাকিস্তান রয়েছে বিশ্বে একেবারে সামনের সারিতে। কারণ গত কয়েক বছর ধরে জঙ্গি জমনের জোর লড়াইটা লড়ে চলেছে পাকিস্তান। আর তার জন্য তাকে বিপুল ভাবে আত্মত্যাগও করতে হয়েছে। তাই আমরা মনে করি, জঙ্গি দমনে পাকিস্তান গত কয়েক বছর ধরে যে ভূমিকা নিয়ে চলেছে, এ বার তার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া উচিত।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন