
আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে ছেড়ে কথা বলবে না পাকিস্তান। সন্ত্রাস নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় একঘরে হয়ে গিয়েছে ইসলামাবাদ। এই অবস্থায় তারা আবার ভারতবিরোধী জিগির তুলল। বৃহস্পতিবার ভারতের বায়ুসেনা প্রধান বিএস ধানুয়া বলেন, পূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন তাঁরা। এমনকী নির্দেশ পেলেই সীমান্ত রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইকেও সক্ষম বলে তিনি জানিয়েছিলেন। শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রী খ্বাজা আসিফ বলেন, ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইক করে বা পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভারে হানা দেয় তবে তারাও উপযুক্ত জবাব দেবে।
আমেরিকার বিখ্যাত সংস্থা ইনস্টিটিউট অব পিস–এ বক্তৃতা দিতে গিয়ে খ্বাজা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক এখন সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তান ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চেয়ে হাত বাড়িয়ে দিয়েছে। ভারতই তার উত্তর দিচ্ছে না। দুই দেশের মধ্যে দাঁড়িয়ে আছে কাশ্মীর। আর সে জন্যই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন খ্বাজা। গত মাসেই পাকিস্তানকে সন্ত্রাসের মুক্তস্বর্গ জানিয়ে প্রতিরক্ষা সহায়তা বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খ্বাজা অবশ্য দাবি করেছেন, মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের তাঁর বুধবারের বৈঠক ফলপ্রসু হয়েছে।