
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন জঙ্গী সংগঠন ও সন্ত্রাসীদের সাথে পাকিস্তান সেনাবাহিনীর যোগাযোগের অভিযোগ দীর্ঘদিনের । সাম্প্রতিক সময়ে বিশ্বত্রাসখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইও পাক সেনাবাহিনীর মদদপুষ্ঠ বলে অভিযোগ উঠছিল । কিন্ত পাক সেনাবাহিনী এতদিন আইএসআই সম্পৃক্ততা অস্বীকার করে আসছিল ।কিন্ত এবার একথা কার্যত স্বীকার করে নিলেন পাকিস্তানের সেনা মুখপাত্র জেনারেল আসিফ গফুর। গতকাল পাকিস্তানের সেনাসদরদপ্তর রাওয়ালপিন্ডিতে সাংবাদিক বৈঠকেই এমন কথা বলেন এই পাকিস্তানী জেনারেল
গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডিতে এক সাংবাদিক বৈঠকে গফুর যোগ দেন। সেখানে জঙ্গিদের সঙ্গে আইএসআইয়ের যোগসূত্র রয়েছে বলে এক মার্কিন সেনাকর্তার করা মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে গফুর পাল্টা প্রশ্ন করেন, ‘দুনিয়ার কোন গোয়েন্দা সংস্থার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ থাকে না? এমন একটা গোয়েন্দা সংস্থার নাম করুন তো? জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে। মার্কিন সেনাকর্তা জোসেফ ডানফোর্ডের কথা ধরলে বলতে হয়ে জঙ্গিদের সমর্থন আইএসআই করে না।’ উল্লেখ্য মার্কিন মেরিন কর্পের জেনারেল জোসেফ ডানফোর্ড সম্প্রতি মন্তব্য করেছেন, ‘আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের যে যোগাযোগ রয়েছে তা আমার কাছে দিনের আলোর মত স্পষ্ট।’ এই মন্তব্যের প্রেক্ষিতেই প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের সেনা মুখপাত্রকে।