
নিউজ ডেস্ক : পাকিস্তানের অস্বস্তি এড়াতেই আফগানিস্তানে ভারত সেনা পাঠায়নি বলে জানিয়েছে আমেরিকা। ওয়াশিংটন স্পষ্ট করে বলেছে ,সন্ত্রাসে মদত বন্ধ না করলে পাকিস্তান কূটনৈতিক ভাবে একঘরে হয়ে পড়তে পারে। ভারত সফর শেষ করে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস জানান, আফগান উন্নয়নে ভারত নানা ভাবে সাহায্য করছে। তাই ভারতকে পছন্দ করেন সাধারন আফগান নাগরিকরা। কিন্তু সে দেশে ভারতীয় সেনা গেলে আফগানরা স্বাগত জানালেও অসস্থিতে পড়বে পাকিস্তান। যা ভারত-পাক সীমান্তে জটিলতা বাডাবে এবং দু’দেশের বৈরী সম্পর্ক আরও জটিল হতে পারে মনে করেই ভারত আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
সম্প্রতি ভারতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন ম্যাটিস। বৈঠকে মার্কিন অনুরোধ সত্বেও আফগানিস্তানে কেন ভারতীয় সেনা পাঠানো যে সম্ভব নয়, তা স্পষ্ট করে দিয়েছিলেন নির্মলা। ম্যাটিসের কথায়, ‘‘আফগান সেনার সোভিয়েত আমলের যন্ত্রপাতি বদলে দিচ্ছে ভারত। আফগান সেনাকে মার্কিন সাজসরঞ্জামে সাজাতে আরও অনেক সময় লাগবে। তাই ভারতের ওই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আফগান বাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে ভারত।’’
ম্যাটিস বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের উপর থেকে কোন অবস্থাতেই চাপ কমাবে না আমেরিকা। তাঁর কথায়, ‘‘পাকিস্তানে জঙ্গিরা আশ্রয় পেলে ইসলামাবাদ কূটনৈতিক ভাবে একঘরে হতে পারে। আমেরিকার ন্যাটো বহির্ভূত অন্যতম প্রধান মিত্র দেশের মর্যাদাও হারাতে পারে পাকিস্তান।’’ যদিও আফগানিস্তানে রাশিয়ার সক্রিয়তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা। অন্যদিকে সম্প্রতি রাশিয়ার সঙ্গে পাকিস্তানেরও ঘনিষ্ঠতা বেড়েছে। যা দিল্লির পক্ষেও অস্বস্তির কারণ। ফলে অনেকটা বাধ্য হয়েই এখন দক্ষিণ এশিয়া নিয়ে ভারতের মোদী সরকারের সুরেই সুর মিলিয়ে কথা বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।