News71.com
 International
 06 Oct 17, 06:13 AM
 150           
 0
 06 Oct 17, 06:13 AM

স্বামীকে দেখতে ৫ দিনের প্যারোলে ছাড়া পেলেন জয়ললিতার উত্তরসূরি ভি কে শশীকলা

স্বামীকে দেখতে ৫ দিনের প্যারোলে ছাড়া পেলেন জয়ললিতার উত্তরসূরি ভি কে শশীকলা

আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থ স্বামীকে দেখতে পাঁচদিনের প্যারোলে ছাড়া হল এআইএডিএমকে নেত্রী প্রয়াত জয়ললিতার উত্তরসূরি ভি কে শশীকলাকে। আজ শুক্রবার তাঁর প্যারোলের আর্জি মঞ্জুর করে তামিলনাড়ুর আদালত। শশীকলার স্বামী এম নটরাজন গত কয়েক বছর ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছেন। মঙ্গলবারই তাঁর অস্ত্রপোচার হয়। সেই সময় নির্দিষ্ট নথির অভাবে ৩ অক্টোবর শশীকলার প্যারোলের আবেদন নাকচ করে আদালত।

এরপর বৃহস্পতিবার নটরাজনের চিকিৎসার যাবতীয় নথি আদালতে দাখিল করে ফের প্যারোলের জন্য আবেদন করেন শশীকলা। শুক্রবার তাঁর সেই আবেদন গ্রাহ্য করা হয়। আয়ের সঙ্গে হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে শশীকলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় দেশের শীর্ষ আদালত তাঁর বিরুদ্ধে ৪ বছরের জেলের সাজা শুনিয়েছে। শশীকলার সঙ্গে জেলে বন্দি রয়েছেন তাঁর নিকট দুই আত্মীয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন