News71.com
 International
 06 Oct 17, 12:09 PM
 148           
 0
 06 Oct 17, 12:09 PM

আর্থিক সংস্কার প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ, নয়া চিন্তাভাবনার প্রয়োজন ।। ড: মনমোহন সিংহ

আর্থিক সংস্কার প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ, নয়া চিন্তাভাবনার প্রয়োজন ।। ড: মনমোহন সিংহ

আন্তর্জাতিক ডেস্ক: ৯০-এর দশকে তাঁর হাত ধরেই দেশের আর্থিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন তিনি ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী হিসেবেও ওই সংস্কার প্রক্রিয়া চালু রাখেন মনমোহন সিংহ। সেই আর্থিক সংস্কার প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ বলে মন্তব্য করলেন মনমোহন। আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে উচ্চ হারের পথে ফিরতে এবং এই বৃদ্ধি সংক্রান্ত অসাম্য দূর করতে নয়া চিন্তাভাবনার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনমোহন বলেছেন, আর্থিক বৃদ্ধির হার যাতে বেশি হয় এবং সেইসঙ্গে সমতা যাতে বজায় থাকে সেজন্য গঠন করা হয়েছিল যোজনা কমিশন। এখন সেই কমিশনের অবলুপ্তি ঘটেছে। তাই এ ক্ষেত্রে নয়া উদ্যোগের প্রয়োজন।

ড. বিআর আম্বেডকর স্কুল অফ ইকোনমিকসের অনুষ্ঠানে মনমোহন বলেছেন, যে আর্থিক উদারীকরণের সঙ্গে তিনি ১৯৯১-৯৫ এবং ২০০৪-১১ পর্যন্ত যুক্ত ছিলেন তা আসলে সামাজিক ও আর্থিক দিক থেকে বঞ্চিতদের জন্য নতুন সুযোগ এনে দেওয়ার প্রক্রিয়া। সংস্কারের এটাই ছিল দিকনির্দেশিকা। সেই সংস্কার প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ। উচ্চ হারে বৃদ্ধি ও সমতার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সামাজিক ও আর্থিক নীতির নয়া নকশা তৈরির জন্য নতুন চিন্তাভাবনার প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন