News71.com
 International
 04 Oct 17, 10:42 AM
 144           
 0
 04 Oct 17, 10:42 AM

ভারতের চণ্ডীগড় থেকে গ্রেপ্তার হলেন বিতর্কিত বাবা রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত

ভারতের চণ্ডীগড় থেকে গ্রেপ্তার হলেন বিতর্কিত বাবা রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চণ্ডীগড় থেকে হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিতর্কিত বাবা রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত। চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গত এক মাস ধরে ফেরার ছিলেন বাবা গুরমিত রাম রহিম সিংহের পালিতা কন্যা হানিপ্রীত ইনসান। গুরমিতের সাজা ঘোষণার পর থেকেই বেপাত্তা তিনি। দিন কয়েক আগে নিজের আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে তা খারিজ করে দিয়ে আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। পরে জামিনের জন্য আবেদন করতে বলা হয়েছিল। তার পর হানিপ্রীতের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয় শীঘ্রই আত্মসমর্পণ করবেন তিনি। তবে, সে ক্ষেত্রে কিছু শর্তও দেন হানিপ্রীত। বলা হয়েছিল, সেই সব শর্তপূরণ হলেই ধরা দেবেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হল। তাঁর বিরুদ্ধে গুরমিতের একাধিক বেআইনি কাজে সাহায্য করা, পঞ্চকুলা ও সিরসায় বিশৃঙ্খলায় মদত দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন