আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবাংলার শাসকদল তৃণমূল ছেড়ে যে বিজেপি’তেই যোগ দিচ্ছেন দীর্ঘদিন ধরে মমতার ঘনিষ্ঠ সহযোগী তৃণমুলের সর্বভারতীয় সাধারন সম্পাদক মুকুল রায় । গতকাল সোমবার অনুগামীদের সেই বার্তা দিয়ে দিলেন সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী তৃণমুলের ব্যানার নির্বাচিত রাজ্যসভার সাংসদ মুকুল রায়। নিজাম প্যালেসের বন্ধ ঘরে নিজ অনুগামীদের তিনি জানান, আর কোন দ্বিধা নেই, বিজেপি’তেই যাবেন। এবং কেন এই সিদ্ধান্ত, তারও ব্যাখ্যা দেবেন সকলের কাছে । তিনি একধাপ এগিয়ে এ-ও জানান, “ভারতের ভবিষ্যতের লড়াই একমাত্র বিজেপি’ই লড়তে পারে”।
উল্লেখ্য দুর্গাপুজোর পর মুকুল এখন নিজাম প্যালেসে প্রায় নিয়ম করে দেখা করছেন অনুগামীদের সঙ্গে। সেখানেই এদিন তিনি জানিয়ে দেন, বিজেপি’তেই যোগ দেবেন। মুকুল জানেন, বরাবর বিজেপি’র ‘সাম্প্রদায়িক রাজনীতি’র বিরুদ্ধে থেকে এখন এই সিদ্ধান্ত নিলে প্রশ্নের মুখে পড়তে হবে। সে কথা মাথায় রেখেই অনুগামীদের তিনি জানিয়েছেন, এই প্রশ্নের জবাবও দেবেন তিনি। অনুগামীদের নতুন করে পথে নামার আবেদন জানিয়ে ‘জয় বাংলা’ স্লোগানও চালু করতে চাইছেন মুকুল।
গতকাল আচমকাই বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে মুকুল বলেন, ‘‘সভ্য, ভদ্র ও সৎ। রাজনীতিতে অনেকের অনেক কথা নিয়ে বিতর্ক হয়।’’ আজ, মঙ্গলবার বিজেপি’র দুই কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ ও কৈলাস বিজয়বর্গীয় কলকাতায় রাজ্যদলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে মুকুলকে নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
তাঁর সঙ্গে দেখা করতে আসা শ’তিনেক লোককে মুকুল এদিন জানিয়েছেন, শিবির বদলের সিদ্ধান্ত এখন ‘পাকা’। আগামী সপ্তাহেই রাজ্যসভার সাংসদপদ ছেড়ে তৃণমূলের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা ঘোষণা করবেন তিনি। সাংসদপদের উল্লেখ ছাড়া শারদোৎসবের শুভেচ্ছা কার্ডও তৈরি করেছেন মুকুল। মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের সব দলের সাংসদ ও বিধায়কের কাছে এই কার্ড পাঠিয়েছেন বলেও তিনি জানান।
দলত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা নিয়ে চাপ আছে মুকুলের উপরে। ব্যক্তিগত পাওয়া-না-পাওয়ার কারণে দল ছাড়লে তা অন্যদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সে প্রশ্ন থাকছে। বিষয়টি আঁচ করে মুকুলও তৈরি হচ্ছেন। অপরদিকে ইতিমধ্যেই মুকুলের ব্যক্তি স্বার্থ ও নিজস্ব চাওয়া পাওয়ার বিষয়টিকে সামনে এনেছে তৃণমূল। তাঁকে সাসপেন্ড করার দিনই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘‘সাধারণ পরিবারের একজনকে তুলে এনে রাজ্যসভার সাংসদ, দেশের রেলমন্ত্রী করেছিলেন তৃণমুলনেত্রী। তার আর কি চাওয়া পাওয়ার থাকতে পারে!’’