News71.com
 International
 03 Oct 17, 12:34 PM
 151           
 0
 03 Oct 17, 12:34 PM

ভারতের শ্রীনগরে বিএসএফ ছাউনিতে জঙ্গি হানা, খতম ১জঙ্গি ও এক বিএসএফ কর্তা

ভারতের শ্রীনগরে বিএসএফ ছাউনিতে জঙ্গি হানা, খতম ১জঙ্গি ও এক বিএসএফ কর্তা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শ্রীনগরে বিএসএফ ছাউনিত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে । আকস্মিক এই শত্রু হানা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন এক বিএসএফ কর্তা । উল্টোদিকে ঘুরে দাড়িয়ে জবাব দেওয়ায় ঘটনাস্থলেই খতম হয়েছে ১জঙ্গি। নিহত বিএসএফ কর্তার নাম এ কে সিংহ, তিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সূর্যের আলো ফোটেনি তখনও। বিএসএফ সুত্র জানায় আজ ভোর সাড়ে চারটে নাগাদ শ্রীনগরের গোগো হুমহুমা এলাকায় বিএসএফ ছাউনিতে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। ১ অফিসার ও ২ জওয়ান এতে আহত হয়েছেন। ভেতরে পড়ে রয়েছে ১ জঙ্গির দেহ।

শ্রীনগর বিমানবন্দরের খুব কাছে বায়ুসেনা স্টেশনের ভেতর এই ১৮২ নম্বর ব্যাটেলিয়নের ছাউনি। কাছে আইটিবিপি আর সিআরপিএফেরও ছাউনি। জানা গিয়েছে, ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, চলছে গুলি। ছাউনির মধ্যেই একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। বাড়িটি ঘিরে ফেলেছে বিএসএফ। হামলার জেরে বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর। বিমানবন্দরে যাওয়ার সব কটি রাস্তা সিল করে দেওয়া হয়। বাতিল হয় সবকটি ভোরের উড়ান। যদিও এখন বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।

জৈশ ই মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি বিএসএফ ক্যাম্পে হানা দিয়েছে ৪-৫ জন জঙ্গি। শোনা যাচ্ছে, যখন তারা ছাউনিতে ঢোকার চেষ্টা করছিল, তখনই বিএসএফ এক জঙ্গিকে মেরে ফেলে। ১৭ বছর আগে ২০০০ সালে শ্রীনগর বিমানবন্দরে জঙ্গি হামলার চেষ্টা হয়। বিস্ফোরক বোঝাই গাড়ি বিমানবন্দরের ভেতরে নিয়ে যেতে চেষ্টা করে জঙ্গিরা, এসময় বিস্ফোরণও হয়। জৈশ ছিল সেই হামলার সঙ্গেও যুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন